<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।</p> <p>রবিবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।</p> <p>ড. মো. মোখলেস উর রহমান বলেন, ১৪ জন সচিবসহ বিতর্কিত কর্মকর্তাদের বদলিসহ ওএসডি করা হয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় কেউ ছাড় পাবে না। জুলাই-আগস্ট বিপ্লবে আহত-নিহতদের বিষয়ে দেশীয় তদন্ত দলের সঙ্গে জাতিসংঘের একটি দল কাজ করছে।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, রংপুর বিভাগীয় কমিশনার আজমল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা।</p>