<p style="text-align:justify">দেড় দশকের বেশি সময়ের কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, 'আর দীর্ঘ ১৬ বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728890416-e7258c77cd6756ad2e00aa4024b4cb8e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/14/1435010" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ছাত্রনেতা সাইফুদ্দীন আহমেদের মৃত্যুর বারষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ ইয়ুথ ফোরাম সভাটি আয়োজন করে।</p> <p style="text-align:justify">আমান উল্লাহ আমান বলেন, 'আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা দ্রুত ভোটাধিকার ফিরে পাব এবং দ্রুত একটি জনগণের সরকার পাব। যেখানে এই দেশের সরকার পরিচালিত হবে জনগণের মাধ্যমে।'</p> <p style="text-align:justify">তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে। ফ্যাসিবাদ ফিরে আসবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে। যে সমস্যা আছে, তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728890416-e7258c77cd6756ad2e00aa4024b4cb8e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/14/1435010" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আমান উল্লাহ আমান বলেন, আমরা আশা করব এ সরকার যে কমিশন করেছে, তার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী সময়ে করণীয়, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যাদের রায় দেবে তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এবং দেশ শান্তিপূর্ণভাবে চলবে। পাশাপাশি দেশের যেসব সমস্যার জট বেঁধে আছে তা সমাধান করবে। একই সঙ্গে ছাত্র-জনতা এবং দেশের মানুষের যে দাবি, তা পূরণ হতে হবে। এবং সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।</p> <p style="text-align:justify">সাগর-রুনির বিচার কিন্তু এখনো পাইনি- এমনটি জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং এই বিচার দ্রুত করতে হবে। এত দিন সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার বিলম্ব হওয়ার কারণ একমাত্র একটাই, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। তখন প্রতিবেদন জমা হয়নি, বিলম্ব হয়েছে। কিন্তু আজকে এই বিচার বিলম্ব হওয়ার কথা নয়।</p> <p style="text-align:justify">সভায় ডাকসুর সাবেক জিএস নাজিমুদ্দিন আলম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে দেশে দুঃশাসন চালিয়েছে, সেটা আর বলতে চাই না। তারা দেশটাকে জেল বানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা রাস্তায় মিশিয়ে ফেলছে। শেখ হাসিনা মনে করেন- দেশটা তার বাবার সম্পত্তি। যেটা মনে করতেন তার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা শুধু এবারই পালায়নি। এর আগেও ৭৫-এ বোরকা পরে তিনি পালিয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগামীকাল প্রকাশ করা হবে এইচএসসির ফল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728890271-b12079f7de145c2d4560bb3e084f8b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগামীকাল প্রকাশ করা হবে এইচএসসির ফল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/14/1435008" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কিন্তু আমার নেত্রী খালেদা জিয়া পালায়নি। ওয়ান ইলেভেনের সময় আমার নেত্রীকে দুই ছেলেকে নিয়ে সৌদি আরবে যাওয়ার কথা বলেছিল।  কিন্তু খালেদা জিয়া পালিয়ে যাননি। গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও হত্যার শিকার হয়েছে। সেখানে জামায়াতও অনেক ত্যাগ শিকার করেছে। সেখানে হেফাজতে ইসলামও অবদান রেখেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবাননে গেট ভেঙে শান্তিরক্ষীদের ঘাঁটিতে ইসরায়েলি ট্যাংক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728891114-707565add7318d6bfe65c70ebadee06f.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবাননে গেট ভেঙে শান্তিরক্ষীদের ঘাঁটিতে ইসরায়েলি ট্যাংক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/14/1435014" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তারেক রহমানকে দ্রুত দেশে দেখতে চাই জানিয়ে তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা অবিলম্বে দেশনায়ক তারেক রহমানকে দেশে দেখতে চাই। খালেদা জিয়া দেশের বাইরে থাকবে এটা আমরা দেখতে চাই না।</p> <p style="text-align:justify">বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ড. ফরিদুজ্জামান ফরহাদ।</p>