<p>ভারত বাংলাদেশকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করে সেটিই তাদের গণমাধ্যমগুলো বাংলাদেশ সম্পর্কে প্রচার করে। এই ন্যারেটিভের বিপরীতে বাংলাদেশিদের একটি কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। আর সেটির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।</p> <p>শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে জুলাই গণপরিসর ব্যানার আয়োজিত ‘ভারতীয় মিডিয়ায় জুলাই গণ-অভ্যুত্থান পরিবেশনার ধরন : একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন জয় : ইশরাক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728659230-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন জয় : ইশরাক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/11/1434135" target="_blank"> </a></div> </div> <p>সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক অ্যাক্টিভিস্ট সারোয়ার তুষার। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খোরশেদ আলম, সাংবাদিক ও ফ্যাক্টচেকার বদরুদ্দীন শিশির, নাভিন মুর্শিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমন রহমান, জাহেদ উর রহমান, ফারুক ওয়াসেফসহ প্রমুখ। </p> <p>সেমিনারে সারোয়ার তুষার বলেন, ‘আমাদেরকে মাইনোরিটি ট্রিটমেন্ট থেকে বের হয়ে আসতে হবে। তাদেরকে আমরা কোনো পরীক্ষায় রাখতে পারি না। আমরা তাদের এই পরীক্ষা সব সময় নিতে পারি না। আপনারা গণ-অভ্যুত্থানের পক্ষে নাকি, পক্ষে না। আপনি গণ-অভ্যুত্থান করে ফেলেছেন মানে করা হয়ে গেছে, কেউ যদি এখন সক্রিয়ভাবে এর বিরোধিতা না করে তাহলে আপনি তাকে ফিল্টারিং করতে পারেন না। বাংলাদেশ রাষ্ট্র সকলের হবে। কেউ যদি অ্যাক্টিভলি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, তাহলে সে কিন্তু বাংলাদেশের নাগরিক এবং তাকে আমরা বলতে পারি না যে আপনি জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ছিলেন কি না। এই প্রশ্নগুলো ক্ষতিকর।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728657490-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/11/1434128" target="_blank"> </a></div> </div> <p>সাংবাদিক ও ফ্যাক্টচেকার বদরুদ্দীন শিশির বলেন, ভারতীয় গণমাধ্যমে দীর্ঘ সময় ধরে চর্চার ফলই হচ্ছে বাংলাদেশ নিয়ে তার ডিসইনফরমেশন ছড়ানো। শুধু জুলাই গণ-অভ্যুত্থান নয়, এর পূর্বেও যেকোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে বাংলাদেশ বিষয়ে ভারতের অধিকাংশ মিডিয়ার একটা মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছাড়ানোর বিষয়টা ছিল।</p> <p>তিনি বলেন, গত ১৫ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি নিয়ে পশ্চিমা গণমাধ্যমে প্রচুর রিপোর্ট আছে, কিন্তু ভারতীয় গণমাধ্যমে কোনো রিপোর্ট নেই। অর্থাৎ বাংলাদেশ সরকারের গত ১৫ বছরের অপকর্মের কোনো রিপোর্ট সেই গণমাধ্যমগুলোতে নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728657189-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/11/1434126" target="_blank"> </a></div> </div> <p>খোরশেদ আলম বলেন, ‘ভারত ও ভারতীয় গণমাধ্যমের নীতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নীতি একইভাবে কথা বলছে। এর বিপরীতে আমাদের বাংলাদেশি ন্যারেটিভ তৈরি করতে হবে। যেই ন্যারেটিভটা তারা আমাদের খাওয়ানোর চেষ্টা করে এর বিপরীতে বাংলাদেশি একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। আমার কাছে মনে হয় এ ব্যাপারে আমাদের কাজ করা দরকার।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকারি প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728657155-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকারি প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/11/1434125" target="_blank"> </a></div> </div> <p>সুমন রহমান বলেন, ‘পুরো বাংলাদেশ রাষ্ট্রটি তাদের কাছে একটা কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকা ছিল এই আন্দোলনে তা নেই কেন? কারণ মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা তাদের জন্যই ইম্পোর্ট্যান্ট ছিল। যে ন্যারেটিভটা তারা তৈরি করে সেটাই তারা তাদের মিডিয়ায় দেখায়। তবে আমরা আমাদের কাজটা ঠিকভাবে করতে পারছি না। আমাদের আমাদের জায়গা থেকে আরো কাজ করতে হবে।’</p>