<p>কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচারের দাবিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা।</p> <p>বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী আয়েশা সিনথিয়া বলেন, ‘১৫ জুলাই মেয়েদেরকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। দুই বাসের মাঝে পেটাতে পেটাতে আমাকে বলা হয়েছে, তুই কেন আন্দোলনের মাঝে থাকলি? সেই ফ্যাসিস্টের দোসররা আমাদের সঙ্গে একই টেবিলে একই ক্লাসে বসবে তা আমরা মেনে নিতে পারি না৷ আমার চোখের সমস্যা হয়েছে। এখনো আমার চিকিৎসা নিতে হচ্ছে, সব সময় ওষুধের বস্তা নিয়ে ঘুরতে হয়। প্রশাসন কেন নিশ্চুপ?। একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য হলেও তাদের শাস্তি হতেই হবে।’ </p> <p>তানজিনা তামরিন হাফসা নামে আরেক শিক্ষার্থী বলেন, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সামনে যেন আর কোনো শক্তি এমনটা করার সাহস না পায়। যেসব ডকুমেন্ট আপনাদের কাছে আছে সেগুলো উন্মুক্ত করুন। নারীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। </p> <p>ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মেহরুন্নিসা নীলা বলেন, টোকাই লীগ কী করে বলেন আপনারা? তারা যেভাবে হামলা করেছে তারা তো খুনি লীগ। হামলাকারীরা বুক ফুলিয়ে ক্লাসে আসছেন আমাদের সঙ্গে বসছেন এটা মেনে নেওয়ার মতো না। </p> <p>হামলাকারীদের সার্টিফিকেট বাতিল করার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সমাপনী বক্তব্যে বলেন, ‘আমাদের বোনেরা আজকে আবার বিচার চাইতে দাঁড়িয়েছেন। এটা আমাদের জন্য জাতিগত লজ্জার। অন্তর্বর্তী সরকার ও প্রশাসন কী করছে? তারা হামলাকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তারা একটি মামলা পর্যন্ত করতে পারেনি। যারা হামলাকারী তাদের সঙ্গে আমরা ক্লাস করতে প্রস্তুত না।’  </p>