<p>দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ সময় এ ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <p>শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি পড়ছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুই-তিনদিনের মধ্যেই সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। এতে তখন দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে পড়তে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় এরকম বজ্রসহ বৃষ্টি হওয়া স্বাভাবিক। ইতোমধ্যে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে মৌসুমি সারা দেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। এ সময় দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। তবে বৃষ্টি কমলেও এখন ক্রমশ দিনের পরিধি কমতে থাকায় তাপমাত্রা বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই।’</p> <p>বজলুর রশিদ বলেন, দুই-তিনদিন কম থাকলেও আগামী ১৫ অক্টোরের পর আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে এটি মৌসুমি বায়ুর প্রভাবে হবে না। আরব সাগরে একটি লঘুচাপ রয়েছে যেটি নিম্নচাপে রূপ নিতে পারে। সেখান থেকে কিছু মেঘ বাংলাদেশের দিকে এসে বৃষ্টি কিছুটা বাড়াতে পারে।</p> <p>শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার ময়মনসিংহ ও সিলেটে বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। <br /> পরবর্তী দুই দিনে (রবি ও সোমবার) বৃষ্টিপাতের বিস্তৃতি আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। </p> <p>দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরে ৫১টি পর্যবেক্ষণাগারের মাত্র ১৯টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে শুক্রবার। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নোয়াখালীর হাতিয়ায়, ২৪ মিলিমিটার। এছাড়া নেত্রকোণায় ২০ মিলিমিটার ও সিলেটে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।</p>