<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট গ্রহণের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ ছাড়া বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও প্রস্তুত রয়েছে। কমিশনের অনুমোদন পেলেই তা দায়ের করা হবে। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মামলার অপর আসামিরা হলেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সাবেক পরিচালক মো. ফজলুল হক, সাবেক পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক ও পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মামলা সূত্রে জানা গেছে, প্রতিবারই আইন না মেনেই বেনজীরের অনুকূলে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করা হয়। যেসব কর্মকর্তা বেনজীরের নামে সাধারণ পাসপোর্ট ইস্যু করেছেন, তাঁরা সবাই জানতেন, বেনজীরের আসল পরিচয়। একজন সরকারি কর্মকর্তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যু করার কোনো বিধান নেই। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একই প্রক্রিয়ায় বেনজীর যতবারই তাঁর পাসপোর্ট নবায়ন করেছেন, ততবারই তিনি অনিয়মের আশ্রয় নিয়েছেন এবং পাসপোর্ট কর্মকর্তারাও সরকারি বিধান অমান্য করে বেনজীরের অবৈধ উদ্যোগে সহায়তা করে গেছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উল্লেখ্য, ২০২০ সালের ১ জুন বেনজীর আহমেদের নামে ই-পাসপোর্ট নং-বি০০০০২০৯৫ ইস্যু করা হয়। এই পাসপোর্টের মেয়াদ আগামী ২০৩০ সালের ১৩ মার্চ পর্যন্ত। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রস্তুত অবৈধ সম্পদের মামলা : অস্ট্রেলিয়ার সিডনিতে পালিয়ে থাকা বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাটি প্রস্তুত রয়েছে। এরই মধ্যে বেনজীর ও তাঁর স্ত্রী এবং তাঁদের দুই মেয়ের মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। এখন শুধু কমিশনের অনুমোদন পেলেই মামলাটি করা হবে। তবে এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেছেন বেনজীর আহমেদ।</span></span></span></span></span></p> <p> </p>