<p>কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনার নতুন মামলায় পরাশ উদ্দিন রিপন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p><br /> গ্রেপ্তার রিপন চৌদ্দগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চান্দিশকরা গ্রামের ডা. সিরাজুল ইসলামের ছেলে। ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন কামাল-মুজিবুল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/24/1727187053-93c5d56e22a83b62dff452f9b3a4852a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন কামাল-মুজিবুল</p> </div> </div> </div> ওসি আক্তার উজ জামান জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় পেট্রল বোমা নিক্ষেপ করে একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বাসের আট যাত্রী আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ওই পরিবহনের পরিচালক আবুল খায়ের বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুল হককে প্রধান আসামি করে ১৩০ জনের নাম উল্লেখ করে একটি নতুন মামলা করেন। আদালতের নির্দেশে চৌদ্দগ্রাম থানায় মামলাটি গ্রহণ করে এজাহারভুক্ত করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ১১৩ নম্বর এজাহারভুক্ত আসামি পরাশ উদ্দিন রিপনকে গ্রেপ্তার করেছে।</div> </div>