<p>চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে চারজন আটক হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর রুহুল মুকাররবীন দরবারে সোয়াদিকীন শরীফে এ ঘটনা ঘটে। এ সময় দরবার শরিফ থেকে নগদ তিন লাখ টাকা এবং সৌদির ছয় হাজার রিয়াল নিয়ে পালিয়েছেন অন্তত চার ডাকাত।</p> <p>পুলিশ জানায়, তারা যৌথ বাহিনীর অভিযানের নামে মাজারে ডাকাতি করতে গিয়েছিলেন।</p> <p>গ্রেপ্তাররা হলেন বাঁশখালীর নাপোড়া গ্রামের বিধান দেবের ছেলে বিদ্যুৎ দেব (৩৫), সরিষাবাড়ীর বলারদীয়ার গ্রামের আজহারুল ইসলামের ছেলে মো. সুহেল আনোয়ার (৪০), পেকুয়া মেহেরনামা গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) ও ফটিকছড়ির ভূজপুর থানার পোদ্দারপাড়া গ্রামের দুলাল বাবুর ছেলে সুমন কান্তি দে (৪০)। এদের মধ্যে সুহেল আনোয়ার সেনাবাহিনীর সার্জেন্ট পদে বায়েজিদ সেনানিবাসে কর্মরত বলে জানা গেছে।</p> <p>কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, আটকদের পরিচয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।</p>