<p>ময়মনসিংহে প্রতারক চক্রের খপ্পরে পড়ে আয়ের একমাত্র উৎস ইজি বাইক হারিয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার (৩০ আগস্ট) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের আনসার ভিডিপি অফিসের পাশে এ ঘটনা ঘটে। </p> <p>স্থানীয় সুত্র ও ইজিবাইক হারানো ব্যক্তি জানায়, প্রতিবেশী প্রবাসির ৪০ হাজার টাকা ও ১০ হাজার টাকা দার করে স্থানীয় একটি শোরুম থেকে কিস্তিতে গাড়িটি কিনেন নান্দাইল উপজেলার কাটলিপাড়া গ্রামের মো. গফুর আলী ফকির। দেড় লাখ টাকা মূল্যের গাড়িটি মাসিক ১০ হাজার টাকা কিস্তি পরিশোধের শর্তে এক সপ্তাহ আগে গাড়িটি নেন তিনি। </p> <p>এই ঘটনায় দিশেহারা হয়ে মো. গফুর আলী ফকির (৬০) চিৎকার করে বলেন, ‘আমার গাড়ির লগে যদি আমারেও মাইরা তইয়া যাইতো তাও ভালা অইতো, অহন আমি কি খাইয়াম, আর কিস্তিই বা কিবায় দিয়াম?’ এই বলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।</p> <p>গফুর বলেন, ‘শুক্রবার সকালে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন লোক ওঠেন। উপজেলা পরিষদের পিছনে যাওয়ার কথা বলেন তারা। কিছু পথ গিয়ে একজন নেমে যান। পরে গাড়ি থামিয়ে আমাকে একটু সামনে যেতে বলেন গাড়িতে থাকা ওই যাত্রী। ফিরে এসে দেখি গাড়ি নেই।’ </p> <p>স্বামীর ইজিবাইক নিয়ে গেছে খবর পেয়ে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে শহরে ছুটে আসেন স্ত্রী ফরিদা খাতুন। তিনি বলেন, ‘আমার তো কিছুই নাই। এই একটাই সম্বল আছিন। অহন কিবায় কি করবাম? এরার মুহে (মুখ) আহার দিয়াম কিবায়?’</p> <p>এ ঘটনার পর সব জায়গায় খোঁজ করেও ইজি বাইকটি পাওয়া যায়নি। নান্দাইল থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম বলেন, ইজি বাইকের মালিকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে তদন্ত করা হবে।</p>