<p>জামালপুরের মাদারগঞ্জে শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ এ বি এম সাইফুর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করেছিল শিক্ষার্থীদের একটি অংশ। পদত্যাগের সাত দিন যেতেই শিক্ষার্থীদের আরেকটি অংশ ওই অধ্যক্ষকে ফিরিয়ে এনেছে। </p> <p>গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে অধ্যক্ষ এ বি এম সাইফুর রহমানকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এরপর অধ্যক্ষকে তাঁর চেয়ারে বসানো হয়।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর টেক্সটাইল ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী অনিয়ম ও ছাত্র আন্দোলনে অসহযোগিতার অভিযোগ করে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের একপর্যায়ে গত ২২ আগস্ট অধ্যক্ষ সাইফুর রহমান পদত্যাগ করেন। পদত্যাগের সাত দিন যেতেই একই প্রতিষ্ঠানের আরেক দল শিক্ষার্থী ওই অধ্যক্ষকে ফিরিয়ে এনে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে তাঁর চেয়ারে বসান।</p> <p>অধ্যক্ষকে ফিরিয়ে আনা শিক্ষার্থীরা জানান, হোস্টেলে থাকা কিছু শিক্ষার্থী ব্যক্তিস্বার্থে অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। পরে আমরা (শিক্ষার্থীরা) উদ্যোগ গ্রহণ করে আমাদের স্যারকে ফিরিয়ে এনেছি। </p> <p>অধ্যক্ষ এ বি এম সাইফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যারা আমাকে পদত্যাগে বাধ্য করেছিল তাদের প্রতি মোটেও ক্ষোভ-আক্ষেপ নেই। প্রতিষ্ঠানটি যেন ভালো করে চালাতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।’<br />  </p>