<p>ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে সব অবৈধ নিয়োগ বাতিল করার লক্ষ্যে উচ্চতর তদন্ত কমিটি গঠন করাসহ ৪১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।</p> <p>রবিবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি)  কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।</p> <p>দাবিগুলোর মধ্যে কয়েকটি হলো—আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন ও আক্রমণের তদন্ত এবং বিচারের ব্যবস্থা গ্রহণ, ১৬ জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা ।  </p> <p>এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি। তিনি বলেন, ‘আমরা আমাদের আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু, নিরাপদ এবং আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ছাত্রসংগঠন হিসেবে কাজ করে যাওয়া, যেখানে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও সম্মান থাকবে। আমাদের বিশ্বাস, একটি কার্যকরী ও সমন্বিত শিক্ষাব্যবস্থা শুধু শিক্ষার গুণগত মান বাড়াবে না, বরং আমাদের দেশের ভবিষ্যত্ প্রজন্মকে শক্তিশালী, সচেতন এবং নৈতিকভাবে দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলবে।’</p>