<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আর তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ, আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে।’</p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লায় বিজয় দিবসের শোভাযাত্রার শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার দলীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ওই সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।</p> <p>খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, দেশের মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। দেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে দেবে। এর মধ্যদিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরো শক্তিশালী হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734355178-ee0846e080b99c878a134e71cef31d4f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/16/1458144" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, দেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী করবে। দেশকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।</p> <p>কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন।</p> <p>সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রাটি কুমিল্লা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।</p>