<p>বনানী থানায় রিকশাচালক মো. সোহাগকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। </p> <p>মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। </p> <p>এদিন সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731407339-23aad620dfed71d30577135185519f7b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/12/1445770" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। </p> <p>জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর মো. সোহাগ নামের এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আইসিসিডিডিআর,বির গেটের সামনে সোহাগ গুলিবিদ্ধ হন। </p>