<p>সুপ্রিম কোর্টে সরকার এবং রাষ্ট্রের পক্ষে আইনি ও বিচারিক দায়িত্ব পালনে ২২৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। তারা সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী।</p> <p>বুধবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে। </p> <p>সলিসিটর রুনা নাহিদ আকতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না হওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন।</p> <p>শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের বেশির ভাগ পর্যায়ক্রমে পদত্যাগ করেন। এর মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি ও ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।</p>