<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৃথিবীর চারপাশে ঘুরে এ রকম তিনটি স্যাটেলাইটের (কৃত্রিম উপগ্রহ) মালিক আনন্দ কৃষ্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তি মালয়েশিয়ার ধনকুবেরদের একজন। ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী তার নিট সম্পদের মূল্য প্রায় ৪৩ হাজার ৭৪৭ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৮০০ রুপি। আনন্দ কৃষ্ণ মালয়েশিয়ার ষষ্ঠ ধনী।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ার এই ধনকুবের হার্ভার্ডের বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। যোগাযোগের জন্য ব্যক্তিগতভাবে তার তিনটি স্যাটেলাইট রয়েছে, যেগুলো পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি একজন দক্ষ উদ্যোক্তা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/24-11-2024/2/kalerkantho-lp-7a.jpg" height="215" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/24-11-2024/2/kalerkantho-lp-7a.jpg" style="float:left" width="350" />তার ব্যাবসায়িক যাত্রা শুরু হয় মালয়েশিয়ায় একটি পরামর্শদানকারী সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। পরে মাল্টিমিডিয়া সংস্থার হাত ধরে উত্থান এই ধনকুবেরের। বর্তমানে টেলিযোগাযোগ ব্যবসার শীর্ষস্থানীয় নাম হিসেবে গণ্য করা হয় আনন্দ কৃষ্ণকে। সফলভাবে একটি মাল্টিমিডিয়া সাম্রাজ্য গড়ে তোলার পর বিনোদন ব্যবসার দিকে ঝুঁকেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ধনকুবের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া তান শ্রী আনন্দ কৃষ্ণ মালয়েশিয়ার ব্যাবসায়িক অঙ্গনে বেশ পরিচিত। বিশেষ করে ধর্মীয় ও দাতব্য কাজের জন্য তিনি পরিচিতি গড়ে তুলেছেন। তিনি ম্যাক্সিস কমিউনিকেশনস এবং অ্যাস্ট্রোর মতো কম্পানির মাধ্যমে টেলিকমিউনিকেশন এবং মাল্টিমিডিয়াশিল্পে তার আধিপত্য গড়ে তোলেন। চলতি বছরের ১১ অক্টোবর ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী কৃষ্ণের সম্পদের রিয়েল টাইম নিট মূল্য ৫.২ বিলিয়ন ডলার। তবে ১১ নভেম্বর পর্যন্ত ভারতীয় রুপি হিসেবে তার সম্পদের মোট মূল্য ৪৩ হাজার ৮৭৯ কোটি ২৩ লাখ ৮০ হাজার (প্রতি ডলার ৮৪.৩৮ রুপি) রুপি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাইভ এইড কনসার্টের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মাধ্যমে বিনোদন ব্যবসার জগতে পা দেন তিনি। ধীরে ধীরে এই জগতেও পরিচিতি লাভ করেন কৃষ্ণ। ১৯৮০ সালের মাঝামাঝি সময় তিনি আইরিশ গায়ক-গীতিকার বব গেলডফের সঙ্গে একটি অনুষ্ঠান পরিচালনা করেন। এই অনুষ্ঠান সাফল্য এনে দেয় কৃষ্ণকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে ১৯৯০ সালের শুরুতে তিনি টেলিকমিউনিকেশন ক্ষেত্রে নিজের অস্তিত্বের জানান দেন। এ সময় তিনি ম্যাক্সিস টেলিকমিউনিকেশন, মিস্যাট ব্রডকাস্ট নেটওয়ার্ক সিস্টেম এবং এসইএস ওয়ার্ল্ড স্কাইসের মতো উদ্যোগের মাধ্যমে টেলিকমিউনিকেশন জগতে শক্তিশালী অবস্থান তৈরি করেন।  তার বৈচিত্র্যময় পোর্টফোলিওগুলোতে এখন পৃথিবীকে প্রদক্ষিণকারী তিনটি যোগাযোগ উপগ্রহের মালিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্যাটেলাইটগুলো বিশ্ব টেলিযোগাযোগ বাজারে তার শক্তিশালী উপস্থিতি এবং প্রভাবকে পরিচিত করে তোলে। ফোর্বস ওয়ার্ল্ডের বিলিয়নেয়ার তালিকা ২০২৪ অনুযায়ী তিনি বিশ্বের সর্বোচ্চ ধনীদের তালিকায় ৬২৪তম অবস্থানে রয়েছেন। যেখানে তার মোট সম্পদের পরিমাণ ৪.৯ বিলিয়ন ডলার। ভারতীয় বংশোদ্ভূত হলেও সরাসরি নিজের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই আনন্দ কৃষ্ণের। বিভিন্ন সময়ে প্রকাশিত মিডিয়া প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে তার এবং পরিবারের বিরাট একটি অংশ রয়েছে। তার অনেক আত্মীয় এখনো ভারতে বসবাস করেন। আনন্দ কৃষ্ণ ভারত এবং মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। সূত্র : ইন্ডিয়া ডটকম</span></span></span></span></p>