<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ইন্টারনেট সেবার মানোন্নয়নে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়। এর ৩৪ মিনিটের মাথায় স্যাটেলাইটটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়। পরে সেটি কক্ষপথে পৌঁছেছে। জিস্যাট ২০, যা জিএসএটি-এন ২ নামেও পরিচিত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এটি তৈরি করেছে এবং এটি সম্পূর্ণ বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে। স্যাটেলাইটটি প্রত্যন্ত অঞ্চল থেকে মাঝ আকাশে থাকা বিমানেও ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে সক্ষম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : টাইমস অব ইন্ডিয়া</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>