<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করতে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে ও ওয়ালটন। টেলিকম খাতের বিটিএসগুলোতে (বেস ট্রান্সসিভার স্টেশন) ব্যবহারের জন্য উৎপাদিত হবে এ ব্যাটারি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ লক্ষ্যে চুক্তিতে স্বাক্ষর করেছেন হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। গত বৃহস্পতিবার ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুক্তির আওতায় আগামী সাত মাসের (সম্ভাব্য) মধ্যে টেলিকম লিথিয়াম ব্যাটারি দেশে উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন। প্রতিষ্ঠানটি বছরে ৮০ হাজার ব্যাটারি উৎপাদন করতে চায়। এ লক্ষ্য অর্জনে তারা একটি অত্যাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রডাকশন লাইন তৈরি করবে। এর পাশাপাশি সারা দেশে ব্যাটারির বিক্রয় ও বিক্রয়-পরবর্তী সেবা দেখাশোনা করবে। অন্যদিকে হুয়াওয়ে ব্যাটারি উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা, ডিজাইনের নির্দেশনা, কাঁচামাল ও প্রয়োজনীয় সহায়তা দেবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিটিএস টাওয়ারে ব্যাকআপ পাওয়ারের জন্য দীর্ঘদিন ধরে লেড-এসিড ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। পরিবেশবান্ধব নয় বলে লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে লেড ব্যাটারি ৫০ শতাংশ বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। এ ছাড়া ব্যাটারিগুলোর সক্ষমতাও তুলনামূলকভাবে কম। বিটিএসে এগুলোর জন্য জায়গাও বেশি প্রয়োজন হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে লিথিয়াম-আয়ন ব্যাটারি শতভাগ কার্যকর ও দীর্ঘস্থায়ী। রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কম। পরিবেশবান্ধব বলে বিটিএস টাওয়ারের ব্যাকআপ পাওয়ার হিসেবে লিথিয়াম ব্যাটারি টেলিকম খাতে এরই মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে দেশের বাজারে এখনো নিম্নমানের নন-ইন্টেলিজেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তির ফলে আগামী দিনে উচ্চমানের ইন্টেলিজেন্ট ব্যাটারি উৎপাদিত হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর ব্যবহার বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশকে সাহায্য করবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুয়াওয়ে ও ওয়ালটনের এই চুক্তি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি ও রপ্তানি পরিসর বাড়ানোর পাশাপাশি দেশের জনগণকে উপকৃত করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের সাম্প্রতিক উদ্যোগ হলো একটি অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপন। এটি বাংলাদেশের টেলিকম শিল্পে বর্তমানে ব্যবহৃত লেড-এসিড ব্যাটারির ওপর নির্ভরতা কমাবে, ফলে সামগ্রিকভাবে কার্বন নিঃসরণের পরিমাণ অনেকটা কমবে। প্রকল্পটি শুধুই একটি ব্যাবসায়িক উদ্যোগ নয়। সবুজ পৃথিবী রক্ষার যে অনুপ্রেরণা নিয়ে ওয়ালটন কাজ করে, এই চুক্তি সেই লক্ষ্যের দিকে আরেকটি পদক্ষেপ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুয়াওয়ের লিথিয়াম ব্যাটারি ১৭০টির বেশি দেশে ৩৪০টিরও বেশি অপারেটর ব্যবহার করছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হুয়াওয়ের লিথিয়াম ব্যাটারির বাজারের শেয়ার ৩৫ শতাংশ। বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের জন্য ওয়ালটনের সঙ্গে আমাদের একটি কৌশলগত চুক্তি হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে এই যৌথ উদ্যোগ টেলিকম খাতে আরো সমৃদ্ধি নিয়ে আসবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের টাওয়ার ইনফ্রার পরিচালক ও প্রধান মো. আব্দুর রায়হান এবং মোবাইল নেটওয়ার্ক ও ক্যারিয়ার সংশ্লিষ্ট প্রায় ৩০ জন প্রতিনিধি অংগ্রহণ করেন।</span></span></span></span></p>