<p>বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ২৬ অক্টোবর। সেই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। </p> <p>আজ সোমবার দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করা হয়। </p> <p>আগামী বুধবার ( ৯ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। এরপর মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর। </p> <p>তফসিলে আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। </p> <p>মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা। </p> <p>নির্বাচন হবে ১৩৩ ভোটের। ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়লেও অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা। </p> <p>১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য নিয়ে ২১ জনের  নির্বাহী কমিটি মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন। </p> <p>ইতোমধ্যেই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল। এর আগে ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন এবারের নির্বাচনে না লড়ার ঘোষণা দেন। <br />  </p>