<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান দশম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৫৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। </p> <p style="text-align:justify">এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে। ২০৭ স্কোর নিয়ে এখানের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ সময় পল্লবীর ইস্টার্ন হাউসিং (১৮৯), গুলশান লেক পার্ক (১৮৯), মহাখালীর আইসিডিডিআরবি (১৭২)। গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭০), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬৯), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৬৭), বেচারাম ডেউড়ি (১৬০) এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার বায়ুদূষণে তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। ৫৩৭ ও ৩৭২ স্কোর নিয়ে শহর দুটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। </p> <p style="text-align:justify">সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>