বিদেশে সিকিউরিটি কর্মীর বিপুল চাহিদা রয়েছে। সরকারের সহযোগিতা থাকলে মাত্র দুই থেকে ছয় মাসের প্রশিক্ষণেই দক্ষ গার্ড বিদেশে পাঠানো সম্ভব। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেনিয়াম সার্টিস সিকিউরিটি বাংলাদেশ লিমিটেডের জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মেজর আশীষ মজুমদার (অব.) এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন সজীব আহমেদ
নিরাপত্তাকর্মীদের বেতন বাড়ানো নির্ভর করছে গ্রাহকদের ওপর
দেশে প্রায় ৮০০ বেসরকারি কম্পানি নিরাপত্তা সেবা দিচ্ছে। সম্ভাবনাময় এই খাতকে শৃঙ্খলাবদ্ধ ও নিয়মতান্ত্রিক করতে এক ছাতার নিচে নিয়ে আসতে গঠন করা হয়েছে বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিসেস প্রভাইডারস অ্যাসোসিয়াশন (বিপিএসএসপিএ)। এই সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খালিদ আজম (পিএসসি) ও সাধারণ সম্পাদক ফারহান কুদ্দুস-এর সঙ্গে কথা বলেছেন শিহাবুল ইসলাম