<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের লক্ষ্যে জুরি বোর্ড গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রজ্ঞাপনে ১৩ সদস্যের তালিকা দেওয়া হয়। সেখানে ছিল অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সুরকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম ও চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের নাম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ৪ নভেম্বর নতুন করে গঠন করা হয়েছে জুরিবোর্ড। এবার এই চারজনকে বাদ দিয়ে নতুন করে তালিকায় যুক্ত করা হয়েছে অভিনেত্রী সুচরিতা, অভিনেতা নাঈম, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও নির্মাতা সাঈদুর রহমান সাঈদকে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অভিনেতা ইলিয়াস কাঞ্চন আগেই জুরিবোর্ড থেকে অব্যাহতি নিয়েছিলেন। জানিয়েছিলেন, এই দায়িত্ব পালন করার মতো সময় তাঁর হাতে নেই। তবে বাকি তিনজনকে বাদ দেওয়া হয়েছে, না স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সেটা জানা যায়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিনেতা নাঈম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪ নভেম্বর রাতে জানতে পেরেছি আমাকে জুরিবোর্ডে রাখা হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। জানি না, কতটা পালন করতে পারব। তবে আন্তরিক চেষ্টা থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>