<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদীর রায়পুরায় লোকবল সংকট ও  সিগন্যাল মোটর চুরির কারণে তিন বছর আগে বন্ধ ঘোষণা করা হয়েছিল আমিরগঞ্জ রেলস্টেশনটি। গতকাল রবিবার দুপুরে স্টেশনটি ফের চালুর দাবিতে আমিরগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে মানববন্ধন করেন সমাজকল্যাণ উন্নয়ন সংগঠন ও এলাকাবাসী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তারা জানান, আমিরগঞ্জ স্টেশন এলাকাটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। রেলে সাশ্রয়ী ভাড়া ও নিরাপদ হওয়ায় স্টেশনের আশপাশের পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যম ছিল এই স্টেশনটি। তিন বছর আগে জনবল সংকট ও সিগন্যাল বাতির মোটর চুরির অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা।  আগামী ১৫ দিনের মধ্যে স্টেশন চালুর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেবেন বলে জানান তাঁরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কামরুজ্জামান বাদল, মনির মৃধা প্রমূখ।</span></span></span></span></span></p>