<p style="text-align:justify">রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জনসহ ৭ জন দগ্ধের ঘটনায় আব্দুল খলিল নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। </p> <p style="text-align:justify">সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বার্ণ ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার।</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানাধীন  ১১ নম্বর সেকশনের সি ব্লকে ৫ নম্বর এভিনিউয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচ জনসহ ৭ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। </p> <p style="text-align:justify">দগ্ধরা হলেন— রং মিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩),  মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। এ ছাড়া একই বাসার ভাড়াটিয়া  দম্পতি গার্মেন্টসকর্মী স্বপ্না (২৫) ও শাহজাহান (৩৫)। দগ্ধদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক শাওন বিন রহমান। <br />  </p>