<p>সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলামের গতকাল খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। এর মধ্যে সর্বোচ্চ ২৭ কোটি রুপি ঋষভ পন্তকে কিনেছে লখনউ সুপার জায়ান্ট। দ্বিতীয় সর্বোচ্চ শ্রেয়াস আয়ারের দাম ২৬ কোটি ৭৫ লাখ। তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব।</p> <p>আজ আবার টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামবে দলগুলো। ১০টি ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই অর্ধেকের মতো খেলোয়াড় কিনে ফেলেছে। তবে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দল একটু পিছিয়ে আছে খেলোয়াড় কেনায়। প্রতিটি দল মোট ২৫ জন খেলোয়াড় নিতে পারবে দলে। এদের মধ্যে বিদেশি বা অভারতীয় খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ আটজন।</p> <p>চেন্নাই সুপার কিংস</p> <p>নুর আহমেদ (১০ কোটি রুপি)<br /> রবীচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লক্ষ রুপি)<br /> খলিল আহমেদ (৪ কোটি ৮০ লক্ষ রুপি)<br /> রাচিন রবীন্দ্র (৪ কোটি রুপি)<br /> রাহুল ত্রিপাঠি (৩ কোটি ৪০ লক্ষ রুপি)<br /> বিজয় শঙ্কর (১ কোটি ২০ লক্ষ রুপি)</p> <p>দ্বিতীয় দিনে চেন্নাইয়ের হাতে আছে ১৫.৬০ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১৩ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড়    ৪। </p> <p>রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু</p> <p>জস হ্যাজেলউড (১২ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> ফিল সল্ট (১১ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> জিতেশ শর্মা (১১ কোটি রুপি)<br /> লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> রাসিখ দার (৬ কোটি রুপি)<br /> সুযশ শর্মা (২ কোটি ৬০ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য বেঙ্গালুরুর হাতে আছে ৩০.৬৫ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১৬ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৫। </p> <p>দিল্লি ক্যাপিটালস</p> <p>লোকেশ রাহুল (১৪ কোটি রুপি)<br /> মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> টি নটরাজন (১০ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক (৯ কোটি রুপি)<br /> হ্যারি ব্রুক (৬ কোটি ২৫ লক্ষ রুপি)<br /> আশুতোষ শর্মা (৩ কোটি ৮০ লক্ষ রুপি)<br /> মোহিত শর্মা (২ কোটি ২০ লক্ষ রুপি)<br /> সামীর রিজভি (৯৫ লক্ষ রুপি)<br /> করুণ নায়ার (৫০ লক্ষ রুপি)</p> <p>হাতে আছে ১৩.৮০ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১২ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৪। </p> <p><br /> মুম্বাই ইন্ডিয়ান্স</p> <p>ট্রেন্ট বোল্ট (১২ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> নমন ধীর (৫ কোটি ২৫ লক্ষ রুপি)<br /> রবিন মিনজ় (৬৫ লক্ষ রুপি)<br /> কর্ণ শর্মা (৫০ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য মুম্বাইয়ের হাতে আছে ২৬.১০ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১৬ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৭। </p> <p><br /> লখনউ সুপার জায়ান্টস</p> <p>রিশাভ পান্থ (২৭ কোটি রুপি)<br /> আবেশ খান (৯ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> ডেভিড মিলার (৭ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> আব্দুল সামাদ (৪ কোটি রুপি)<br /> মিচেল মার্শ (৩ কোটি ৪০ লক্ষ রুপি)<br /> এইডেন মার্করাম (২ কোটি রুপি)<br /> আরিয়ান জুয়াল (৩০ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য লখনউর হাতে আছে ১৪.৮৫ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১৩ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৪। </p> <p><br /> সানরাইজার্স হায়দরাবাদ</p> <p>ঈশান কিশন (১১ কোটি ২৫ লক্ষ রুপি)<br /> মোহাম্মদ শামি (১০ কোটি রুপি)<br /> হারশাল প্যাটেল (৮ কোটি রুপি)<br /> অভিনব মনোহর (৩ কোটি ২০ লক্ষ রুপি)<br /> রাহুল চাহার (৩ কোটি ২০ লক্ষ রুপি)<br /> অ্যাডাম জাম্পা (২ কোটি ৪০ লক্ষ রুপি)<br /> সিমরজিত সিংহ (১ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> অথর্ব তাইড়ে (৩০ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য হায়দরাবাদের হাতে আছে ০৫.১৫ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১২ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৪। </p> <p><br /> রাজস্থান রয়্যালস</p> <p>জফ্রা আর্চার (১২ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> ওয়ানিন্দু হাসরাঙ্গা (৫ কোটি ২৫ লক্ষ রুপি)<br /> মাহিস থিকসানা (৪ কোটি ৪০ লক্ষ রুপি)<br /> আকাশ মাধোয়াল (১ কোটি ২০ লক্ষ রুপি)<br /> কুমার কার্তিকেয় (৩০ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য রাজস্থান রয়্যালসের হাতে আছে ১৭.৩৫ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১৪ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৪। </p> <p><br /> গুজরাট টাইটান্স</p> <p>জস বাটলার (১৫ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> মোহাম্মদ সিরাজ (১২ কোটি ২৫ লক্ষ রুপি)<br /> কাগিসো রাবাদা (১০ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> প্রসিদ্ধ কৃষ্ণ (৯ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> মহীপাল লোমরোর (১ কোটি ৭০ লক্ষ রুপি)<br /> কুমার কুশাগ্র (৬৫ লক্ষ রুপি)<br /> মানব সুতার (৩০ লক্ষ রুপি)<br /> অনুজ রাওয়াত (৩০ লক্ষ রুপি)<br /> নিশান্ত সিন্ধু (৩০ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য গুজরাটের হাতে আছে ১৭.৫০ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১১ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৫। </p> <p>পাঞ্জাব কিংস</p> <p>শ্রেয়স আইয়ার (২৬ কোটি ৭৫ লক্ষ রুপি)<br /> যুজবেন্দ্র চেহাল (১৮ কোটি রুপি)<br /> আর্শ্বদীপ সিংহ (১৮ কোটি রুপি)<br /> মার্কাস স্টোইনিস (১১ কোটি রুপি)<br /> নেহাল ওয়াদেরা (৪ কোটি ২০ লক্ষ রুপি)<br /> গ্লেন ম্যাক্সওয়েল (৪ কোটি ২০ লক্ষ রুপি)<br /> বিশাখ বিজয় কুমার (১ কোটি ৮০ লক্ষ রুপি)<br /> যশ ঠাকুর (১ কোটি ৬০ লক্ষ রুপি)<br /> হরপ্রীত ব্রার (১ কোটি ৫০ লক্ষ রুপি)<br /> বিষ্ণু বিনোদ (৯৫ লক্ষ রুপি)</p> <p>খেলোয়াড় কেনার জন্য পাঞ্জাব কিংসের হাতে আছে ২২.৫০ কোটি রুপি। খেলোয়াড় কেনা বাকি ১৩ জন। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬। </p>