<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী দিয়েছেন গাঢাকা। কিন্তু ব্যতিক্রম ঘটনাও রয়েছে কিছু কিছু এলাকায়। তেমনি পাবনার ঈশ্বরদীর ঘটনা। স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে আঁতাত করে এখনো বহাল তবিয়তে রয়েছেন ঈশ্বরদী ইপিজেড, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাকশী রেলওয়ে ও খাদ্য গোডাউনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা যায়, পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম ওরফে বালু মাসুম ৫ আগস্টের আগের মতোই গত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত অবৈধভাবে পাকশীর চররূপপুর ফটু মার্কেট দক্ষিণ-পশ্চিমপাশে পদ্মা নদী থেকে অবৈধভাবে অন্তত ২৫-৩০ লাখ স্কয়ার ফুট বালু উত্তোলন করেছেন। যার বর্তমান বিক্রয় মূল্য প্রায় আড়াই কোটি টাকা। স্তূপ করে রেখে বর্তমানে সেই বালু বিক্রি করছেন। আর এই কাজে সহযোগিতা করেন পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক কমিটির কিছু নেতা ও যুবদল নেতা। সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বর্তমানে পাবনার কামালপুর তদন্ত কেন্দ্রে বদলি হওয়া মোদক কুমার কান্তি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুমের খোলার বালু বিক্রেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৫ আগস্টের পর বিএনপি ও যুবদলের কিছু নেতার সঙ্গে পার্সেন্ট হিসেবে ও নৌ পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকারে বালু উত্তোলন করেন মাসুম। সেই বালু বর্তমানে প্রতি স্কয়ার ফুট আট টাকা হিসেবে বিক্রয় করা হচ্ছে। বালু বিক্রয়ের এক অংশ পাকশী ইউনিয়ন বিএনপির কিছু সাবেক নেতা, যুবদল নেতাসহ অন্যদের দিতে হচ্ছে। তাদের সঙ্গে চুক্তিভিত্তিতেই বালু উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক শীর্ষ পর্যায়ের চার-পাঁচজন নেতা জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে বিএনপির কোনো কমিটি নেই। এরপর তিন-চারটি গ্রুপিং রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর যে যেভাবে পারছে, সে সেভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে সুবিধা গ্রহণ করছে। আবার কেউ কেউ নিজেই লোকজন নিয়ে গ্রুপ তৈরি করে কাজকর্ম করছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও পাকশী বিএনপির প্রবীণ নেতা মো. আব্দুস সোবহান জানান, আওয়ামী লীগের মতো বিএনপির কোনো নেতা দখলবাজি, চাঁদাবাজি করতে পারবে না। কেন্দ্রীয় বিএনপি থেকে নিষেধ রয়েছে। যদি কেউ করে তাহলে দল এর দায়ভাব নেবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী পাকশী ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ওরফে বালু মাসুমের সঙ্গে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি মোবাইল রিসিভ করেননি। তবে তার স্বজনরা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে মাসুম অপরিচিতদের ফোন রিসিভ করেন না। জনসমক্ষে খুব একটা চলাফেরা করেন না। খোলায় লোকজন রেখে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।</span></span></span></span></span></p>