<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হয়েছে। দেশের মানুষ প্রত্যাশা করছে, যৌক্তিক সময়ের অর্থ বুঝে তাঁরা যৌক্তিক সময়েই নির্বাচন দেবেন। যেন জনগণের ক্ষমতা জনগণের হাতে, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছেই হস্তান্তর করা যায়। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বন্যাকবলিত গাঁওকান্দিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অন্তর্বর্তীকালীন সরকার যদিও জনগণ ধারা নির্বাচিত নয়, কিন্তু রাজনৈতিকভাবে সব ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থনে এই সরকার। অর্থাৎ এই সরকারের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবায় এই ক্যাম্পের আয়োজন করে বিএনপি।</span></span></span></span></span></p>