<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১০০ দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয়; বরং দুর্বলতা স্পষ্ট বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলায় নিয়ন্ত্রণ আনা, বিগত সরকারের বিচার করা, সংস্কার কার্যক্রম গতিশীল করা এবং এর সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা, নতুন উপদেষ্টাসহ সব নিয়োগে স্বচ্ছতা আনার পরামর্শও দিয়েছেন তিনি। গতকাল রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম এ কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসনের পুরোটাই </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামীদলীয় ক্যাডারে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরিণত হয়েছে। এ বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, তা বোঝা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>