<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর সদর উপজেলার দরাপপুরে একজন যুবলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে মারাত্মক আহত করার পর রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। নিহত যুবলীগ নেতা সাইদুর রহমান বাবু (৪৫) সদর উপজেলার দরাপপুর গ্রামের বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইদুর রহমান বাবু ও তাঁর ভাইদের বাড়িঘরে হামলা করা হয়। এর পর থেকে বাবু ও তাঁর তিন ভাই আত্মগোপনে ছিলেন। ৩০ অক্টোবর সাইদুরকে আটক করে দরাপপুর বাজারে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তাঁকে রড দিয়ে পেটানো হয়। ওই দিন বিকেলে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুুধবার রাত পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান, জেলা যুবদলের সহসভাপতি কাবির হোসেন কাঙ্গালের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা বাবুকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়েছে। জেলা যুবদলের সহসভাপতি কাবির হোসেন জানান, তিনি বাবুকে নির্যাতনের বিষয়ে কিছুই জানেন না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>