<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ তিনজন শহীদ হন। ওই দিন রাতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ দাফন করেন। পরবর্তী সময়ে এসব ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলো নিহতের পরিবারের কেউ করেননি বলে দাবি করেছেন স্বজনরা। এ অবস্থায় পুলিশ তাগিদ দিলেও স্বজনরা নিহতদের মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার সকালে নিজ নিজ বাড়িতে পৃথক সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনরা এসব কথা বলেন। এ সময় নিহতদের পরিবারের অন্য স্বজনরা উপস্থিত ছিলেন। নিহতরা হলেন সিয়াম হোসেন, শিহাব উদ্দিন ও মোহাম্মদ ইয়াহিয়া।</span></span></span></span></span></p>