<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ফৌজদারহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে তাঁরা মিছিল নিয়ে গিয়ে সভা এবং এই অবরোধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের দশম গ্রেড প্রদান, স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড প্রদান, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ের উন্নীতকরণ, মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান ও সব কোর্সের বিএসসি, এমএসসি বি ফার্ম কোর্স চালু করে শিক্ষা বৃত্তির ব্যবস্থা গ্রহণ। এ সময় পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করতে থাকলে দুপুর ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।</span></span></span></span></span></p>