<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাধ্যমিকের ফলাফল অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দাবিতে দিনাজপুরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান গেটের সামনে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার কর্মসূচি চলাকালে তাঁরা শিক্ষা বোর্ডের প্রধান গেটে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করে বিকেল ৪টায় তালা খুলে দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তাঁরা সব বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেই সাবজেক্ট ম্যাপিং করার দাবি জানান তাঁরা। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ জানান, স্মারকলিপি আন্তঃবোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে যা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।</span></span></span></span></span></p>