<p>দীর্ঘ সা‌ড়ে ৪ বছর পর পার্বতীপুর থেকে চিলমারী রমনা রুটে ট্রেন চলাচল শুরু হ‌য়ে‌ছে। সোমবার (২১ অক্টোবর) দুপু‌রে রমনা লোকাল ট্রেন‌টি রমনা বাজার রেলস্টেশ‌নে পৌঁছলে সে‌টি‌কে স্বাগত জানায় স্থানীয়রা। এর আগে ২০২০ সা‌লের ২৪ মার্চ করোনার কার‌ণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সঙ্গে রমনা লোকাল ট্রেনটিও বন্ধ হ‌য়ে যায়। দীর্ঘ‌দিন পর ট্রেন‌টি চালু হ‌ওয়ার উচ্ছ্বসিত এ অঞ্চ‌লের মানুষজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক মন্ত্রী ইমরান ৩ দিনের রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729506585-ba1c638afd2f9390086a59112f948a16.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক মন্ত্রী ইমরান ৩ দিনের রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/21/1437556" target="_blank"> </a></div> </div> <p>রেল সূত্র জানায়, ৪২২ রমনা লোকাল ট্রেন‌টি পার্বতীপুর স্টেশন থেকে সকাল ৭টায় ছে‌ড়ে রমনা স্টেশন পৌঁছবে দুপুর ১১টা ৪০ মি‌নি‌টে। অন‌্যদি‌কে ৪১৫ নম্বর ট্রেন‌টি দুপুর ১২টায় রমনা স্টেশন থে‌কে রওনা হ‌য়ে বি‌কেল ৩টা ১৫ মিনি‌টে রংপুর স্টেশন পৌঁছবে।<br />  <br /> এদি‌কে ৪১৬ নম্বর ট্রেন‌টি ৩টা ৪০ মি‌নি‌টে রংপুর থে‌কে বি‌কেল ৫টায় কু‌ড়িগ্রাম পৌঁছবে। প‌রে পাঁচটা ২০ মিনি‌টে ৪২১ নম্বর ট্রেন‌টি কু‌ড়িগ্রাম থে‌কে পার্বতীপুরের উদ্দে‌শে রওনা দে‌বে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বোনের বিয়ের দিনেই হলো ভাইয়ের দাফন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729506307-9adc629a6d13f17bddf101cd27e82782.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বোনের বিয়ের দিনেই হলো ভাইয়ের দাফন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437554" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, ১৯৬৪ সাল থেকে রমনা লোকাল ট্রেনটি পার্বতীপুর-রমনা ও রমনা-তিস্তা রুটে নিয়মিত চলাচল করে। এই ট্রেনকে ঘিরে নদীভাঙনকবলিত উলিপুর-চিলমারী উপজেলার মানুষজন তাদের উৎপাদিত কৃষিপণ্য বাইরের জেলায় ন্যায্য মূল্যে বিক্রি করতেন। এ ছাড়া স্থানীয় ফড়িয়া-পাইকাররা দেশের বিভিন্ন জেলা থেকে নানা ধরনের পণ্য আমদানি করতেন।</p> <p>এ বিষ‌য়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান ব‌লেন, রমনা লোকাল ট্রেন দিনে দুইবার চলাচল করবে। আর রাতে রংপুর এক্সপ্রেসের শার্টল ট্রেনটিও যাতে রমনা পর্যন্ত আসে সে ব্যাপারে কথা-বার্তা চলছে। আশা করছি চারটি ট্রেন পাবে কুড়িগ্রামবাসী।</p> <p>রেলও‌য়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ট্রেন‌টি চালু হওয়ায় এ অঞ্চ‌লের মানুষজন অ‌নেক উপকৃত হ‌বে। রেল প‌থের সংস্কার করাসহ রমনা স্টেশনে একটি নতুন স্টেশন বিল্ডিং, শেড, থাকার রুমসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হ‌বে।</p>