<p style="text-align:justify">চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে চবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। এছাড়া মঙ্গলবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্র আন্দোলনে আসিফের ভূমিকা নিয়ে যা বললেন জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729506788-04d4d438e6fb854bb4d434b0f3a1f25c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্র আন্দোলনে আসিফের ভূমিকা নিয়ে যা বললেন জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/21/1437558" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ২৪ এর আন্দোলনে আমার ভাইয়ের বুকে গুলি করা কোনো ছাত্রলীগ ও তাদের দোসরদের বাংলার মাটিতে দেখতে চাই না। অনতিবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের এই অপচেষ্টা বন্ধ করুন৷ তা নাহলে ছাত্র-জনতা আপনাদের এর কঠিন জবাব দিবে।</p>