<p style="text-align:justify">ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে সালথা থানায় মামলাটি দায়ের করেন উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ফরিদা বেগম নামের এক নারী। </p> <p style="text-align:justify">মামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরো ২৮ জনকে আসামি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, সালথায় একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা খায়রুল বাসার আজাদকে প্রধান আসামি করে ২৯ জনের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাস করানোর দাবি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা দিলেন শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729520055-63f9d0e95ffd8402c1f683365df54734.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাস করানোর দাবি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা দিলেন শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437613" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তারা হলেন, গট্টি ইউনিয়নের জাহিদ মাতুব্বর, নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার, রফিক মাতুব্বর, আকরাম মাতুব্বর ও ফিরোজ শেখ। বাকিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। </p> <p style="text-align:justify">সম্প্রতি সালথার জয়ঝাপ ইমামবাড়ি মেলার মধ্যে সঙ্গে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন তরুণ। হত্যার এই ঘটনাকে পুঁজি করে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ ওঠে।<br />  </p>