<p>ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার সময় তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী মো. লোকমান হোসেন। </p> <p>আটকরা হলেন মো. আশিক (২৫), মো. সফিক (২৬), নাজিবুর রহমান সানি (২৭)। মামলার অন্য আসামিরা হলেন মো. খান জাহান আলী রমজান, প্রমোদ বর্মা (৪৫), দ্বীন ইসলাম (২৫), মো. শাওনসহ (২৮) অজ্ঞাতনামা আরো একজন। </p> <p>মামলার অভিযোগ থেকে জানা যায়, ভাটপাড়া গ্রামের আইনজীবী মো. লোকমান হোসেনর বাড়িতে সাতজন লোক প্রবেশ করে নিজেদেরকে ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। লোকমানকে নিয়ে যেতে এসেছেন বলে জানান তারা। কিন্তু তারা গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে না পারায় লোকমান চিৎকার করেন। </p> <p>আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।</p> <p>মামলার বাদী লোকমান অভিযোগ করে বলেন, তার ছোট ভাই প্রবাসী খান জাহান আলী রমজানের সঙ্গে পারিবারিকভাবে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় লোকজন ভাড়া করে তাকে অপহরণ করে হত্যার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।</p> <p>ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ডিবি পরিচয়ে তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করে স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে দেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।</p>