<p>হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। </p> <p>রবিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ফরিদপুর এলাকার শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর খালের সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।</p> <p>নাঈমে মৃত্যুর খবরে পরিবারে বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে। স্বজনদের চোখের জলে সোমবার দুপুরে নয়নের দাফন সম্পন্ন হয়। নিহত নাঈমের ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজনও জানা যায় অংশ নেয়। দাফনের পরে শোকাবহ পরিবেশে ছোট বোন আকলিমার বিয়ে হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরো তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729505850-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরো তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/21/1437551" target="_blank"> </a></div> </div> <p>নাঈমের বাবা জানান, সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল বিয়ের আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে উঠার অপেক্ষায় সবাই। নাঈমের মামা জসিম মিয়াকে শায়েস্তাগঞ্জ পৌঁছে দিতে মোটরসাইকেলে রওনা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর দেউন্দি সড়কের ব্রিজের কাছে যাওয়া মাত্রই সামনের দিকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সরাসরি ধাক্কা লাগে। এতে নাকে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই নাঈম মারা যান।</p> <p>শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, ‘খবরটি খুবই দুঃখজনক, প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করা হবে।’</p>