<p>চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।</p> <p>সোমবার (২১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।<br />  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সৈকতে জিটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729505013-d6fe3843dfd7412cede72253ca26f251.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সৈকতে জিটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437547" target="_blank"> </a></div> </div> <p><br /> আদালত ও মামলার সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে ২০১৭ সালের ২ নভেম্বর স্ত্রী মরিয়ম বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করেন স্বামী মইনউদ্দিন রাসেল। এই ঘটনার মৃতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে বাদী অভিযোগ করেন, মূলত যৌতুকের দাবিতে মরিয়ম বেগমকে (২৫) তার স্বামী শ্বাসরোধে হত্যা করেন। পরে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীন হোসেন মামলার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে এই মামলায় মোট ৫ জনকে আসামি করা হলেও তদন্তে অন্য ৪ জনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। সেই আলোকে আদালতে ৯ জন সাক্ষী দেন। শেষ পর্যন্ত বিচারক প্রধান আসামি মইন উদ্দিন রাসেলকে স্ত্রী হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ফাঁসিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করেন। <br /> এ সময় অভিযুক্ত মইন উদ্দিন রাসেল আদালতেই হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।<br />  <br /> এদিকে, এই মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন, সংশ্লিষ্ট আদালতের পিপি শামছুল ইসলাম মন্টু। এই রায়ে আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। </p> <p>অন্যদিকে, আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকবাল বিন বাশার। তবে আসামি পক্ষের এই আইনজীবী বলেছেন, দণ্ড মওকুফের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে।</p>