<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কারের নামে পুকুরের মাটি বিক্রি ও কাবিখা বরাদ্দের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ঘোনা গড়পাড়া বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে। কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন এই অপকর্মের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত আফসার মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। অবকাঠামোসহ বিদ্যালয়ের অধীনে রয়েছে প্রায় ৭৬৪ শতাংশ জমি। এর মধ্যে সরকার থেকে প্রতিষ্ঠানটির নামে লিজ নেওয়া প্রায় চার একর জমিতে রয়েছে একটি পুকুর। পুকুরটি সংস্কারের নামে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাটি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ করেছে স্থানীয়রা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়দের অভিযোগ, চার-পাঁচ মাস ধরে দিন-রাত অন্তত ২০টি ড্রাম ট্রাকে করে পুকুরের মাটি সরিয়ে নেওয়া হয়। সাধারণত একটি পুকুর সর্বোচ্চ ১০ ফুট গভীর করা হয়। কিন্তু এই পুকুরটি অন্তত ১৫ ফুট গভীর করা হয় শুধু মাটি বিক্রি করার জন্য। এতে পুকুরের পাশের বাড়িঘর ধসে পড়ার হুমকিতে রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, পুকুরটি খনন করা হয় বিদ্যালয় কমিটির সভাপতি ও গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের নেতৃত্বে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ হওয়ায় প্রভাব খাটিয়ে ২০১৮ সালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ দখল করেন তিনি। এর পর থেকেই নানা অনিয়ম শুরু হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার পুকুর সংস্কারের কথা স্বীকার করলেও কত টাকার মাটি কাটা হয়েছে তার হিসাব দিতে পারেননি।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফসার সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p>