<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলামকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক শিক্ষার্থী। ওই শিক্ষকের বিরুদ্ধে করা হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট আওয়ামী সরকার পতনের আন্দোলনের সময় ঢাকার শেরেবাংলা নগরের ফুল মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় হাফিজুর রহমান সুমন (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন হাফিজুরের স্ত্রী বীথি আক্তার। এই মামলায় ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা শেকৃবির সহযোগী অধ্যাপক কামরুল হাসানকে ৭১ নম্বর আসামি করা হয়। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ভুক্তভোগী সহযোগী অধ্যাপক কামরুল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যে হত্যা মামলায় আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>