<p>শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি আদায়ে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। </p> <p>স্থানীয়রা জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে অবস্থান করছিলেন। এ সময় মালিকপক্ষের ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা চালালে অর্ধশতাধিক শ্রমিক আহত হযন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী কুমিল্লায়, বসলেন বিয়ের পিঁড়িতে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728121991-f63ec4ce75a9b9b62c791dfafefa8ab8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী কুমিল্লায়, বসলেন বিয়ের পিঁড়িতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/05/1432058" target="_blank"> </a></div> </div> <p>আহত শ্রমিকরা অভিযোগ করেন, ‘পুলিশের সামনে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়িভাবে মারধর করলে আমাদের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আমরা মালিক ও ভাড়াটে সন্ত্রাসীদের বিচার দাবি করছি।’ </p> <p>আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যৌথ বাহিনী সদস্যরা।</p> <p>অন্যদিকে আশুলিয়ার জিরাবো পুকুরপার এলাকায় লুসাকা গ্রুপের শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। নিরাপত্তার স্বার্থে কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।</p>