<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চার শিশুর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্ধার হওয়া শিশুরা হলো নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন। এখনো নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে আঁখি মনি। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, গত বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাঁচ শিশু মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এ সময় চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। গতকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তিনজনকে উদ্ধার করে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে গত বুধবার গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিনের ব্যবধানে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল পুলিশ ও স্বজনরা নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন। মৃত দুই শিশু হলো হযরত আলী (৭) এবং খাদিজা খাতুন (৬)।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>