<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ অব্যাহতি বলবৎ থাকবে। গতকাল সোমবার বিভাগের একাডেমিক কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক মো. বনি আদম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ড. সুজন সেনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে তাঁরা বিভাগের কাছে আবেদন করেন যে তদন্ত না হওয়া পর্যন্ত যেন অভিযুক্ত শিক্ষক কোনো ধরনের একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকেন। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর আগে ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অর্থ আত্মসাৎ, ব্যাবহারিক বিষয় হাতেনাতে না শেখানো, পছন্দের শিক্ষার্থীকে পরীক্ষার আগে প্রশ্নপত্র ও লুজ শিট সরবরাহ, পরীক্ষার খাতায় অনৈতিক সুবিধা দেওয়ার মতো নানা বিষয়ে কিছু তথ্য-প্রমাণাদিসহ একটি সাত পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগপত্রে সেই শিক্ষককে চাকরিচ্যুত ও অপসারণের দাবি জানান তাঁরা।</span></span></span></span></p>