<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো ভোটে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ না করলে সেটি আওয়ামী লীগের মতোই আরেকটি নির্বাচন হবে। জনগণ ও বিশ্ববাসীর কাছে সেটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বৃহস্পতিবার ঢাকার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় পার্টির প্রস্তাব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন জাপা চেয়ারম্যান। দলটি একক ব্যক্তি বা প্রধানমন্ত্রীর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ কমাতে সাংবিধানিক কাঠামোর সংস্কার, পঞ্চদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১৯টি প্রস্তাব বা সুপারিশ তুলে ধরে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাপার প্রস্তাবে বলা হয়, সরকারি দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার বিধান সংবিধানে সংযোজন করতে হবে; সংসদ সদস্যদের (এমপি) সংসদে নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখতে হবে। তবে তারা সেটি করতে পারবেন যখন দলীয় এমপিদের মধ্যে সুস্পষ্ট বিভাজন দেখা যাবে এবং দলীয় এমপিদের কমপক্ষে এক-তৃতীয়াংশ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হওয়া যাবে; সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সংগঠন করার মৌলিক অধিকারের ওপর সরকারের বিধি-নিষেধ তুলে নিতে হবে; রাষ্ট্রপতি নিয়োগে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা অন্তর্ভুক্ত করতে অনুচ্ছেদ ৪৮(ক) সংশোধন করতে হবে; রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সংসদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার বিধান প্রবর্তন করে স্থায়ীত্বের ঝুঁকি কমাতে হবে।</span></span></span></span></p>