<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ তিন মাস পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মারা গেছেন। শহীদ আবদুল্লাহর দাফন গতকাল শুক্রবার সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় শার্শার বেনাপোল বলফিল্ড মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানা যায়, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। প্রথমে তাঁকে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকলেও তাঁকে ১০ আগস্ট জোরপূর্বক ছাড়পত্র দেওয়া হয়। ১১ আগস্ট রাতে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।</span></span></span></span></p>