<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ থেকে নাফ নদের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গত সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্বপাশে মায়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। এতে এপারের অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন। তিনি জানান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, মায়ানমার থেকে আবারও গোলাগুলি-বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দা আতঙ্কে রাত পার করেছেন।</span></span></span></span></span></p>