<p>মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনা লাভের দোকান নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্রে ভিড় করছে ক্রেতারা। তারা পছন্দ ও চাহিদামতো শাক-সবজি, তেল, চাল ইত্যাদি পণ্য কিনছে। ক্রেতাদের বেশির ভাগই স্বল্প আয়ের মানুষ। কম দামে পণ্য কিনতে পেরে খুশি তারা।</p> <p>শহরের স্টেশন রোডে মাছবাজারসংলগ্ন অস্থায়ী শেড তৈরি করে সেখানে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্র’ বসানো হয়েছে। দোকানটির কার্যক্রম শুরু হয় গত ৪ নভেম্বর। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি আত্মীয়-স্বজন ও দলের নেতাকর্মীদের নিয়ে পাইকারি মূল্যে খুচরায় নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। আমার একটাই লক্ষ্য, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া। এ কাজে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।’</p> <p>এর আগে ৩ নভেম্বর শহরের নতুনবাজার এলাকায় মুরগি ও ডিমের দোকান ‘বিনা লাভের বাজার’ উদ্বোধন করেন মহসিন মিয়া মধু। এটি তাঁর ছোট ভাই সেলিম আহমদের লেমন গ্রুপের প্রতিষ্ঠান।</p> <p>লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো. শাহীন সুলতান বলেন, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান। মহসিন মিয়ার অনুরোধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙতে স্বল্পমূল্যে সাধারণ ভোক্তার হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুরগি ও ডিম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে।</p> <p>গতকাল শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্রে মানুষের ভিড়। অন্য দোকানে যে চাল ৫৫ টাকা কেজি বিক্রি হয়, সেটা এখানে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১১২ টাকার ডাল ১০২ টাকা কেজি, ৬০-৭০ টাকার লাউ ৪০ টাকা, ৪০ টাকা কেজির পেঁপে ২৪ টাকা, ১০৫ টাকা কেজির পেঁয়াজ ৯২ টাকা, ৫৫ টাকা হালির ডিম ৪৫ টাকা এবং পোলট্রি মুরগি ১৮০ টাকার স্থলে ১৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে বিএনপি নেতার কারখানার বিস্কুট ৬০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।</p> <p>রিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক চড়া। স্থানীয় বাজারেই সবজির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে পেয়ে আমি সবজি কিনেছি।’</p> <p> </p>