<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর গেণ্ডারিয়ায় দুই অটোরিকশাচালক হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদঘাটনেরও দাবি করেছে। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে গেণ্ডারিয়া থানা এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এসব হত্যার ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তাররা হলেন জালাল সরদার ওরফে মাইকেল (২১), ফজলে রাব্বি ওরফে কালা (২৫) ও মো. ইমরান (৩০)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিমপি ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, গত ২১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে গেণ্ডারিয়া থানার আঞ্জুমান কবরস্থানের সামনে যাত্রীবেশে দুই ছিনতাইকারী অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য চালক জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। জিন্নাহর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। উপস্থিত লোকজন জিন্নাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর জিন্নাহর ছেলে মো. ইউসুফ হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গেণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তালেবুর রহমান আরো জানান, ১৫ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে গেণ্ডারিয়ার দীননাথ সেন রোডে কচিকাঁচা বিদ্যানিকেতন গলিতে আনোয়ার (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গত ২১ অক্টোবর আনোয়ারের চাচাতো ভাই মো. মানিক গেণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিসি (মিডিয়া) তালেবুর জানান, পুলিশের তদন্তে দেখা যায়, দুটি ঘটনায় অপরাধের কৌশল একই ধরনের।</span></span></span></span></p>