<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম নগরের হাজারীগলি এলাকায় একটি ধর্মীয় সংগঠনকে নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে যৌথবাহিনীর ওপর হামলা হয়। হামলায় ১৪ জন সদস্য আহত হন। ঘটনায় জড়িত থাকার মামলায় গতকাল আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চারজনকে নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৫৩ জনে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে হাজারীগলিতে ওই ঘটনার পর থেকে বন্ধ রাখা দোকানপাট গতকাল বৃহস্পতিবার খুলেছে। জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করা হলো।    </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার রাতের ঘটনায় কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৫০০-৬০০ জনকে আসামি করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে আট দফা দাবি আদায়ে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। গত বুধবার রাতে সংগঠনটির মুখপাত্র ও ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। ওই বার্তায় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায় বিপদাপন্ন হলে আমরা আবারও কর্মসূচি দিতে বাধ্য হব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>