<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ ছাড়া যুগ্ম সচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব সৈয়দ শাহজাহান আহমেদ এবং সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমানকে কমিটিতে সদস্য রাখা হয়েছে।</span></span></span></span></p>