<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুর ও বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে লিফলেট বিতরণ ও পথচারীদের সচেতন করেছে বসুন্ধরা শুভসংঘ। এ ছাড়া বরগুনার বেতাগীতে শিক্ষার্থীদের হাত ধোয়ায় সচেতন করতে কর্মসূচি পালন করল বসুন্ধরা শুভসংঘ। এ ছাড়া প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত:</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/mk/kk-NEW-2-2024-10-18-16a.jpg" style="float:left" width="300" />দিনাজপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় রাস্তায় চলাচলের ট্রাফিক নিয়ম ও সচেতনতার বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মো. ইয়াছির আরাফাত, জেলা শাখার প্রচার সম্পাদক তাহাসিন ওয়ারিদ মিম, সহপরিবেশ বিষয়ক সম্পাদক সুমন হক, কার্যকরী সদস্য জ্যোতির্ময় রায় ও জয় শেখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ প্রসঙ্গে মো. ইয়াছির আরাফাত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশ ও মানুষের সুরক্ষার জন্য নিরাপদ সড়ক অবশ্যই জরুরি। সচেতনতা ছাড়া নিরাপদ সড়ক কখনোই সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। আমাদের সকলের ট্রাফিক আইন মেনে চলা উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল জেলা শহরের সাতমাথা, শেরপুর রোড, জজ কোর্ট ও জেলখানা মোড়সহ বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলের ট্রাফিক নিয়ম ও সচেতনতার বার্তাসংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, ট্রাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র মণ্ডল, সমাজসেবক হেলাল উদ্দিনসহ সিয়াম সাদমান, জান্নাতুল, সাজিদ, সাকিব, আবির, নাজমুল প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেতাগী (বরগুনা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের হাত ধোয়া অভ্যাসকরণ করা হয়। বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের অভ্যাস করানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি আলহাজ মো. কামাল হোসেন খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের সচেতনতায় পরিবারের অন্য সদস্যরাও শিখতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির মো. সোয়াইবুর রহমান, সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. আল মামুন, ফাইজুর রহমান, সাবিনা ইয়াসমিন, কমলেশ চন্দ্র শীল, আয়শা সিদ্দিকা, বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান, বিদ্যালয়ের স্টাফ স্বপন কুমার সিকদার, আব্দুল আজিজ ও রিনা রানী। শুভসংঘের বিদ্যালয় শাখার রাকিব, ক্রীড়া সম্পাদক বর্ন হাওলাদার, ছাত্রবিষয়ক সম্পাদিকা ঝুমা ঘরামী, তাইয়্যেবা ইসলাম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p> </p>